প্রকাশিত: Thu, Apr 6, 2023 4:24 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:44 AM

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

এ্যানি আক্তার: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে বুধবার ভোরে মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার পরিবারের মাধ্যমে জানা যায়, দেশটির স্থানীয় সময় দুপুর ২টায় ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যয় তার মরদেহ ঢাকায় আনা হবে। রোকেয়া আফজাল রহমান ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম